ফেইসবুকে ভাইরাস সবাই সাবধান হন ( না পড়েলে পস্তাবেন )
আপনি ইন্টারনেট ব্যবহার করেন আর ফেইসবুক ব্যবহার করেন না এটা কি কোনও কথা হল ???
আর এমন অনেকেই আছে যারা ইন্টারনেট মানেই ফেইসবুক মনে করে , এমনকি আমার অনেক ফ্রেন্ড আছে এমন ।
যাই হোক আপনি যদি ফেইসবুক ব্যবহার করে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য
অনেকেই হয়তো জানেন গত ২-৩ দিনে ৬০ লাখ ফেইসবুক আইডি হ্যাক হয়েছে অজানা হ্যাকার দারা। এবং তার মধ্যে আমাদের ভারতের ২ লাখ আইডি হ্যাক হয়েছে।
আসলেই এটি আমাদের জন্য খুবই দুঃখের খবর।
আর এরই মধ্যে আরও একটি দুঃখের খবর আমি আপনাদের শেয়ার করবো।
আসুন তাহলে শুরু করি।
ফেইসবুকে এখন দেখা দিয়েছে এক অজানা ভাইরাস। যা আপনার পিসির অনেক ক্ষতি করতে পারে তবে কি ক্ষতি করতে পারে টা এখনো জানা যায়নি কারন এখন কেউ এটি দ্বারা আক্রান্ত হয়নি।
আসুন আমরা নিজেরা এটি দ্বারা আক্রান্ত হওয়ার আগেই এটির প্রতিরোধ করি।
এটি থেকে বাঁচতে হলে আপনাকে সামান্য সতর্ক হলেই হবে।
1.এই ভাইরাস থেকে বাঁচতে হলে যে বিষয়ে সতর্ক হতে হবে
2.আপনি যদি ফেইসবুকে ফটো ট্যাগ করার জন্য কোন নোটিশ পান তাহলে এই কাজটি করবেন না।
3.আপনি যদি এমন কোন নোটিশ পান যে , আপনার কোন ফ্রেন্ড আপনার বিরুধে রিপোর্ট করেছে এই নোটিফিকেশনটি খুলবেন না।
4.আপনি যদি এমন কোন নোটিশ পান যে , একটি ভিডিও যা ৯৯ % মানুষ দেখনি ওই ভিডিও লিঙ্কে আপনি ভুলেও ক্লিক করবেন না। এবং এই ভিডিওটি বেশিরভাগ ক্ষেত্রে ১৫ সেকেন্ড হতে পারে।
আর অপরিচিত এবং অজানা বন্ধুর কোন লিঙ্কে ক্লিক করবেন না।
thanx..to sabu da
No comments:
Post a Comment