Monday, 18 June 2012

ফ্রী ,ফ্রী আনলিমিটেড কল করুন আপনার ফোন থেকে


আপনি পৃথিবীর যে কোনো জায়গায় ফ্রী ভিডিও কিংবা অডিও কল করতে পারবেন। আপনি যার সাথে কথা বলবেন তার ফোনে ও এই সফটওয়্যারটি থাকতে হবে। এবং internet connection থাকতে হবে।এই সফটওয়্যারটি নোকিয়া সহ যে কোনো ব্র্যান্ডের সিম্বিয়ান ফোনে ব্যাবহার করতে পারবেন।
এখান থেকে http://www.fring.com সফটওয়্যার টি download কোরে আপনার মোবাইল এ ইন্সটল করে নিন। সফটওয়্যার টি আপনার GPRS Blance থেকে চলবে{ Almost-1mb/5min.}
ইন্সটল হয়ে গেলে সফট টি ওপেন করুন এবং আপনার একটি আইডি তৈরি করুন।[with username & password]
আপনি যার সাথে কথা বলতে চান তার একটি ID & SOFTWERE টি থাকতে হবে।
এবার আপনি INTERNET CONNECTION সহ সফটওয়্যার টিতে log in করেন।

আপনি যার সাথে কথা বলতে চান তার একটি ID and SOFTWERE টি থাকতে হবে।
এবার আপনি ইন্টারনেট কানেকশান সহ সফট টিতে লগ ইন করেন।
OPTION এ CLICK করুণ দেখবেন যে Manage buddies লেখা আছে। ওখানে  ক্লিক করুণ এবার Add new buddy লিখা আসবে ঐখানে আপনি যার সাথে কথা বলবেন তার username লিখে search  দিন।
 এবার username পেয়ে গেলে তাকে add করে নিন এবং make a fring call এ ক্লিক করুন।

windows-7 এর লুকানো ত্থিম খুঁজে বের করুন

windows-7 এর   থিম অবাক করার মত। আপনারা কি জানেন উইন্ডোজ -৭ এ আরও ৫ টি থিম লুকান আচে।এগুলো খুজে পেতে --
প্রথমে উইন্ডোজ এক্সপ্লোরার এর  একটি উইন্ডো খুলুন। জেমন-আপ্নার কম্পিউটার এ রাইট ক্লিক>open>ok করলে একটা উইন্ডো ওপেন হয়,ওটা হলেই হবে
  
এরপর,বাদিকে একদম উপরে দেখুন লেখা আছে organize ওটাতে click korun, এরপর "Folder and Search Option" এ ক্লিক করুন। এইবার অখান থেকে,view tab এ ক্লিক করে "show hidden folder and files " ok  করে বেরিয়ে আসুন।

Sunday, 17 June 2012

ALL NOKIA ফোন এর গোপন কোড ,না জানলে জেনে নিন জলদি

আজ আপনাদের সামনে নিয়ে আসলাম সমস্ত নোকিয়া ফোন এর কিছু গোপন Code। আশা করি আপনাদের কাজে লাগতে পারে। কোড গুলো হল-
*#73#--------------For reset game and time
*#67705646#-----For delete opretor logo
*#3283#----------date of manufactering
*#7780#----------For restore factory
*#746025625#---For sim lock
*#06#----------for show IMEI number
*#0000#-----for check software version
*#7760#----for production number serial
*#2820#----For bluetooth mac. address
*#9999#----For mobile software version
*#43#---for check call waiting option
*#2640#----mobile security code
*#7328748263373738#----ei code use korle security code reset hobe

WINDOWS-XP তে পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন?

আমরা অনেক সময়  নতুন করে  WINDOWS-XP সেটাপ করলে নতুন দেয়া পাসওয়ার্ড ভুলে যায়।
এক্ষেত্রে অনেকের কাছে নতুন করে সেটাপ দেয়া ছাড়া  আর কোন উপায় থাকে না। যদি আপনি এরকম অবস্থায়
পরেন তাহলে ctrl এবং  Alt বাটন এক সাথে চেপে ধরে  Delete বাটনটি  দুইবার  চাপুন ।
তারপর যেটি আসবে সেখানে ইউচারে  administrator লিখে ok তে কিল্ক করুন ।
ব্যস কাজ শেষ, এবার আপনি administrator হিসেবে লগইন করেছেন। আপনার আগের ইউজারের
PASSWORD পরিবর্তন করতে পারেন।  ভালো লাগ্লে/না বুজলে কমেন্ট করবেন প্লিজ।ধন্যবাদ।

windows-7 এ Dial-up কানেক্ট করা by china phone

প্রথমে, আপনার পিসিতে ব্লুটুথ সফটওয়্যার ইন্সটল কোরে নিন। এরপর ,টাস্কবার থেকে ব্লুটুথ আইকন এ রাইট ক্লিক করে "add a bluetooth device a" ক্লিক করুন। সাথে সাথে আপনার ফোন এ আক্তা কোড চাইবে, র সেই কোড তা পিসি তে দিবেন। বাস, পিসির সাথে আপনার ফোন এর pair হয়ে গেল। 50% complete
এরপর,আবার টাস্কবার থেকে বুলেতুথ আইকন এ রাইট ক্লিক করে,শও ব্লুটুথ ডিভাইস আ ক্লিক করুন। এরপর দেখবেন আপনার ব্লুটুথ ডিভাইস টি show korce.ওটাতে রাইট ক্লিক করুন, এরপর মডেম সেটিং এ ক্লিক করুন>select modem a click>properties>change setting>advanced .এইবার এখানে বক্স এ লিখুন-AT+CGDCONT=1,"IP",","internet"     ব্যাস এরপর ok. করে বেরিয়ে ছলে আসুন।
এরপর আবার taskbar থেকে show bluetooth device, এ ক্লিক করুন। আপনার ব্লুটুথ এর নামের উপর রাইট ক্লিক করুন>creat a dial up connection>ok.>*99#>Enter
ব্যাস complete.10 sec. a net connet হবে। আর হ্যাঁ এটা windows-7 a kaj korbe. next din windows xp ta niye likhbo...আর আতা আমার ১ম লেখা, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্নবাদ।
IF ANY PROBLEM-
forgetmenot.sourav@gmail.com
https://www.facebook.com/souravfaebook                                                                                                                                                     





















Translate